ইউটিউব ডলার কেটে নেয় কেন? সমাধান - Youtube Earning Cut Problem And Solution



আসসালামুআলাইকুম! বন্ধুরা আজকের ব্লগে আপনাদের সাথে আমি ক্লিয়ার করবো ইউটিউব আমাদের ডলার কেনো কেটে নেয়, যখন আমরা একটা ইউটিউব চ্যানেলে ৪০০০ ঘন্টা ওয়াচটাইম এবং ১০০০ সাবস্ক্রাইব পূরণ করার পরে এডসেন্স একাউন্ট খুলে ইউটিউব মনিটাইজেশন এর জন্য আবেদন করি, তখন ইউটিউব টিম আমাদের চ্যানেলটাকে ভালো করে রিভিউ করে আমাদের প্রত্যেকটা ভিডিও ভালো করে রিভিউ করে তারপরে আমাদের চ্যানেলে মনিটাইজেশন এনাবেল করে দেয়! 

এরপরে আমাদের চ্যানেলে আমরা এ্যাড সেট করে সেখান থেকে ইনকাম করতে পারি এবং একটা নতুন চ্যানেলে যেহেতু ভিউস কম হয় সেহেতু প্রথম পর্যায়ে আমাদের ইনকাম টা খুবই কম হয়। কিন্তু আমাদের এই কম ইনকাম এর ভেতর থেকে অধিকাংশ-ই ইউটিউব কেটে নেয় প্রথম পর্যায়ে। কিন্তু কেন ইউটিউবে ইনকাম গুলো কেটে নেয়, এগুলোই আমরা জানতে চাই, এই প্রশ্নটা আমাদের মাথায় সবসময় ঘুরপাক খায় এবং আমরা এটাও জানতে চাই যে এই ইনকাম টা আসলে কতদিন কাটবে, নাকি এভাবেই থাকবে, 

এভাবে যদি ইনকাম কাটতে থাকে তাহলে তো আমাদের ১০০ ডলার কখনোই পূরণ হবে না। তাহলে আমরা ইউটিউব এর পেমেন্ট টা কিভাবে পাবো, এই ধরনের প্রশ্ন যাদের মনের ভিতরে, শুধুমাত্র তাদের জন্য আজকের এই লেখা। এই ব্লগের ভিতর আমি আপনাদের সাথে একদমই ক্লিয়ার করে দিবো ইউটিউব এ আমাদের চ্যানেলের যে ইনকাম হয়ে থাকে সেই ইনকাম থেকে কেন আমাদের ডলারগুলো কেটে নেয় এবং এটার সমাধান কি!! এবং ইউটিউব কতদিন যাবৎ এরাকম ইনকাম কাটে সেগুলো আজকের এই ব্লগে বিস্তারিত আলোচনা থাকছে। তো চলুন বেশি কথা না বলে সরাসরি মূল কথায় ফিরে যাই।


অনেক কষ্টের পরে যখন ইউটিউব এর শর্ত পূরণ করে আমরা মনিটাইজেশন পাই তখন মনের ভিতর একটা আলাদা ধরনের ভালোলাগা অনুভূতি কাজ করে এখন থেকে আমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো, আমাদের ভিডিওতে এড শো করতেছে এরপরে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকি। আমাদের ভিডিওতে ইউটিউবে এ্যাড দেয়, সেখান থেকে আমাদের অল্প অল্প ইনকাম আসতে থাকে এবং দেখা যায় মাসে যে ইনকাম গুলো আমরা করেছি তার প্রায় ৯৯ শতাংশ ইনকাম ই ইউটিউব কেটে নিচ্ছে। ঠিক আমার চ্যানেলের সাথে এই একই ঘটনাটা ঘটেছিলো। আমি যে ইনকাম করে ছিলাম সেখান থেকে প্রায় ৯৮ শতাংশ ইনকাম ইউটিউব কেটে নিয়েছিল। এরপরে আমি সরাসরি ইউটিউব এর সাথে এই বিষয়ে কথা বলি। ইউটিউব কে বলি আমার চ্যানেলে যে ইনকাম হয়েছে এখান থেকে ৯৮ শতাংশ ইনকাম কেন কেটে নেওয়া হয়েছে, তো ইউটিউব সেখানে উত্তরে বলেছিলো ইনভেলিড অ্যাক্টিভিটির জন্য আমার ইনকাম টা কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ ইনভেলিড ক্লিক অথবা ইনভেলিড ইম্প্রেশন এগুলোর কারণে আমার চ্যানেল থেকে ইনকাম কেটে নেওয়া হয়েছে। 


তাদের কথা ক্লিয়ার যে ইনভ্যালিড এর জন্য আমাদের ইনকাম টা কেটে নিয়েছে আচ্ছা ধরুন আমাদের চ্যানেলে ইনভেলিড ক্লিক এর জন্য ইনকাম কেটে নিয়েছে, কিন্তু কারো চ্যানেলে যখন ৫০ ডলার ইনকাম হচ্ছে সেখান থেকে ৪৯ ডলার ইনকাম কিভাবে ইনভেলিড অ্যাক্টিভিটির মাধ্যমে আসে এটা কিন্তু আমার মাথায় আসেনা। ইউটিউব এর সাথে যোগাযোগ করলে তারা ছাফ ভাবে বলে দিচ্ছে যে আপনার চ্যানেলের ইনকাম ইনভ্যালিড এর জন্য কেটে নেওয়া হচ্ছে। আচ্ছা যাই হোক ইউটিউব ইনভেলিড ক্লিক এর জন্য বা ইনভ্যালিড ইম্পারেশন এর জন্য আমাদের ইনকাম টা কেটে নিয়েছে। এখন কথা হলো এটা কি শুধুমাত্র নতুন চ্যানেলে কাটে নাকি পুরাতন চ্যানেলেও ইনকাম কেটে নেয়, সে ক্ষেত্রে আপনাদের কে বলবো যে, নতুন চ্যানেলে যখন আপনি মনিটাইজেশন পাবেন তখন দুই থেকে তিন চার মাস পর্যন্ত আপনার ইনকাম টা অধিকাংশ ইউটিউব কেটে নেয়। অনেক চ্যানেল থেকে ইনকাম কাটে। আবার অনেক চ্যানেল থেকে কাটেনা। 


তিন চার মাস এভাবে ইনকাম কাটার পরে দেখবেন আপনার ইনকাম টা আর কাটবে না তখন আপনার ৫০ ডলার বা ১০০ ডলার ইনকাম হলে তখন ১থেকে ২ ডলার ইনকাম হয়তো আপনার সর্বোচ্চ কেটে নিবে। এটা নতুন চ্যানেলের জন্য বেশি কেটে নেয়। চ্যানেল একবার পুরাতন হয়ে গেলে তখন ইউটিউব আর ইনভেলিড এর জন্য বেশি ডলার কাটে না। তখন খুব অল্প ডলার কাটবে যেটা আপনার গায়ে বাধবে না। এবং পুরাতন চ্যানেল থেকে ইউটিউব ইনকাম কাটে তবে এটা খুবই কম সাধারণত নতুন মনিটাইজেশন পাইলে তখন ইউটিউবে ইনকাম টা কেটে নেয়। এবং এর কারণ হিসেবে তারা দেখায় ইনভেলিড ক্লিক অ্যাক্টিভিটি অর্থাৎ ভিউয়ার আপনার এড গুলো সঠিকভাবে দেখতেছে না অথবা আপনার ভিডিওতে যে অ্যাডগুলো শো করতেছে এগুলো ভিউয়ার রা সঠিকভাবে ক্লিক করতেছে না, ইনভেলিড অ্যাক্টিভিটি শুধুমাত্র ইনকাম গুলো কেটে নেয় না, নতুন মনিটাইজেশন পাওয়ার পরে চ্যানেলে কিন্তু প্রচুর ইনভ্যালিড অ্যাক্টিভিটি দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার সিটিআর টা কন্ট্রোল করতে হবে! 


সি,টি,আর সব সময় নতুন চ্যানেলের জন্য ১০ এর কম রাখার চেষ্টা করবেন! যখন আপনি আপনার নতুন চ্যানেলে মনিটাইজেশন পেয়ে যাবেন তখন কিন্তু সি,টি,আর হাই হয়ে যাবে। ১০ এর উপরে সি,টি,আর উঠে গেলে যেকোন সময় আপনার মনিটাইজেশন ডিজাবেল হয়ে যেতে পারে। তাই অবশ্যই ডলারের দিকে যতবার তাকাবেন তার থেকে বেশি সি,টি,আর এর দিকে তাকাবেন। সবসময় সি,টি,আর দশের কম রাখার চেষ্টা করবেন। যাদের চ্যানেল থেকে ইউটিউবে ডলার কেটে নিচ্ছে তারা মন খারাপ করার কোন কারন নাই। কারণ একসময় আমার চ্যানেল থেকেও এরকম ডলার কেটে নিতো, এখন কিন্তু আর নেয় না। কয়েক মাস পরে আপনার একাউন্ট থেকে ডলার কাটা বন্ধ হয়ে যাবে। তাই এগুলো নিয়ে অত বেশি চিন্তা করবেন না। এগুলো নিয়ে এত বেশী মাথা খাটাবেন না। কন্টিনিউ কাজ করে যাবেন এবং ইনকামের দিকে না তাকিয়ে কনটেন্টের দিকে তাকাবেন। সামনে এগিয়ে যাবেন,,টাকা এমনিতেই আপনাকে ধরা দিবে। 


আশা করতেছি আজকের এই ব্লগে আমি আপনাদেরকে বিস্তারিত বোঝাতে পেরেছি, ইউটিউব আমাদের ইনকাম থেকে প্রতিমাসে কেন কেটে নেয় এবং এটার সমাধান কি! যদি আজকের এই ব্লগটা আপনার ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পরবর্তীতে আমাদের সাইটে আপনাকে আবারও আসার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন..ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন