প্রথমত আপনাকে যেটা করতে হবে আপনার স্মার্ট ফোন দিয়ে প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে চার্জ করবেন my airtel যখন আপনি my airtel লিখে সার্চ দিবেন, এয়ারটেলের অ্যাপ্লিকেশন টা পেয়ে যাবেন! এখান থেকে ইন্সটল করে ওপেন এ ক্লিক করবেন my airtel অ্যাপ্লিকেশনে আপনার মোবাইল নাম্বার দিবেন
তারপর সেন্ড এ ক্লিক করবেন আপনার সিমে একটা ওটিপি কোড পাঠাবে এই ওটিপি কোড টা ওখানে সাবমিট করে আপনার নাম দিলেই এখানে একাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এবং এর জন্য আপনি এয়ারটেল এর পক্ষ থেকে ফ্রিতে ১ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন! তো এইটা আসলে আজকের টপিক না, আজকের ব্লগের টপিক হলো:
কিভাবে এয়ারটেল সিমের ব্যালেন্স ট্রান্সফার করবেন।
মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনে আসার পরই একদম ডান পাশের কর্নারে নিচে দেখতে পারবেন এখানে (থ্রি ডট মেনু বার) রয়েছে এখানে ক্লিক করে দিবেন।
তারপর এখান থেকে airtel world এ ক্লিক করে দিবেন।
এরপর দেখতে পারবেন Our Service নামে একটা অপশন আসছে, এটা ডান দিক থেকে বাম দিকে একটু ছইফ করলেই (ডান দিক থেকে বাম দিকে টাচ করে চেপে ধরে টান দিলেই) দেখতে পারবেন Balence Transfer নামে একটা অপশন চলে আসছে, এখানে ক্লিক করে দিবেন।
তারপরে উপরে আপনি যে নাম্বারে টাকা ট্রান্সফার করে পাঠাতে চাচ্ছেন, সেই নাম্বারটা দিবেন। এরপরে নিচ থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন, যে আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন,, এরপরে একদম নিচে দেখতে পারবেন Transfer the balance এখানে ক্লিক করে দিলেই, আপনার ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ এই সিম থেকে টাকা আপনি উপরে যে নাম্বারটা দিয়েছেন ওই সিমে চলে যাবে এই ভাবে খুব সহজেই এয়ারটেল সিমের টাকা এক সিম থেকে অন্য সিমে ট্রান্সফার করা যায়।
আশা করতেছি আজকের এই ব্লগে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝাইতে পারছি কিভাবে এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন। যদি আজকের এই ব্লগটা আপনার ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং এরকম আরও ব্লগ নিয়মিত পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে ভুলবেন না! ভাল থাকবেন,, ধন্যবাদ।
একটি মন্তব্য পোস্ট করুন