আসসালামুআলাইকুম বন্ধুরা আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যেকোনো ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করবেন মাত্র এক ক্লিকে। আপনারা অনেকেই জানেন যেকোনো ছবি থেকে ওয়াটারমার্ক রিমুভ করা যায় এর অনেকগুলো এপ্লিকেশন রয়েছে, কিন্তু আমরা চাই ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে! কারণ কোন একটা এপ্লিকেশন বা সফটওয়্যার থেকে যখন আমরা একটা ভিডিও ক্রিয়েট করি অথবা এডিট করি তখন ঐ অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্ক ভিডিওর ভিতর থেকে যায়।
উদাহরণস্বরূপ কাইনমাস্টার দিয়ে যখন ভিডিও এডিট করি ভিডিও এডিট করার পরে আমাদের ভিডিওতে কিন্তু Made by Kinemaster লেখাটা থেকে যায় যখন আমরা পাওয়ারদিরেক্টর অথবা ক্যামটাসিয়া স্টুডিও দিয়ে ভিডিও এডিট করি ওই ভিডিওর ভিতর কিন্তু অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্ক থেকে যায়, বা আমাদের ভিতরে অনেকে রয়েছে যারা ইউটিউব থেকে অন্যের ভিডিও ডাউনলোড দিয়ে নিজে ব্যবহার করে কিন্তু ভিডিওতে ওয়াটারমার্ক থাকায় সহজে ব্যবহার করতে পারেনা,
অনেক এডিট ক্রপ করে ব্যবহার করতে হয়, কিন্তু ওয়াটারমার্ক গুলো যদি রিমুভ করা যেতো তাহলে এই ভিডিওগুলো আমাদের ভিডিও হিসেবে আমরা ব্যবহার করতে পারতাম। কিন্তু আজকের পর থেকে আপনাদের আর এগুলো করা লাগবেনা যেকোনো ভিডিওর ওয়াটারমার্ক মাত্র এক ক্লিকের মাধ্যমে রিমুভ করে ফেলতে পারবেন! একদম নিখুঁত ভাবে। এ কাজগুলো আমরা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করবো তাহলে আর দেরি না করে নিচে install এ ক্লিক করে এপ্লিকেশনটা install করে নিন।
DK VIDEOS NEWS
উত্তরমুছুনLove you bro
উত্তরমুছুনস্বাধীন ভাই আপনার ইমো নাম্বারটা আমাকে দেওয়া যাবে কথা বলতাম।
উত্তরমুছুনSs
উত্তরমুছুনH
উত্তরমুছুনGoot
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন