আসসালামুয়ালাইকুম প্রিয় বন্ধুরা এই ব্লগের ভিতরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে মোবাইলের মাধ্যমে Canva Apps দিয়ে খুব সহজেই আপনার যেকোনো প্রয়োজনীয় একটা লোগো তৈরি করে নিতে পারবেন। Canva Apps লোগো, ব্যানার, থামনেল তৈরি করার জন্য সবথেকে সেরা অ্যাপ্লিকেশন বলা যায়। Canva Apps থেকে খুব সহজেই যেকোন টাইপের লোগো টেমপ্লেট সিলেক্ট করে আপনি খুব সহজ একটা লোগো আপনার কোম্পানি ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলের জন্য বানিয়ে নিতে পারবেন মাত্র ৫ মিনিটের ভিতরে।
এই Canva Apps মাধ্যমে আপনি যেকোন টাইপের লোগো বানিয়ে নিতে পারবেন খুব সহজে এবং সব থেকে মজার বিষয় হল এই Canva Apps ভিতরে আনলিমিটেড লোগো টেমপ্লেট রয়েছে অর্থাৎ আপনি যে ক্যাটাগরির লোগো বানাতে চান না কেন প্রত্যেকটা ক্যাটাগরিতে অসংখ্য টেমপ্লেট রয়েছে আপনি আপনার পছন্দ মত যে কোন একটা টেমপ্লেট সিলেক্ট করে
সেই টেমপ্লেট এর প্রত্যেকটা অংশ আপনি চাইলে আপনার মত করে কালার চেঞ্জ করতে পারবেন ছোট-বড় করতে পারবেন এবং সেই অংশটা কে রিমুভ করতে পারবেন নতুন যেকোনো কিছু এড করতে পারবেন এক কথায় লোগো তৈরি করার সেরা অ্যাপ্লিকেশন এটি Canva Apps। Canva Apps থেকে লোগো তৈরি করে আপনি আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন খুব সহজে।
অনেকেই আছেন যারা Canva Apps কেমন এটা জানেন না , আবার অনেকে আছেন যারা Canva Apps ইন্সটল করে ব্যবহার করতে পারেন না, তারা নিচের স্ক্রীনশট গুলো দেখে নিন!!
আশা করতেছি আমার আজকের এই লেখা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে আমাদের সাইটে আবারও ভিজিট করবেন , ধন্যবাদ
স্বাধীন ভাই আপনার ইমো নাম্বারটা আমাকে দেওয়া যাবে কথা বলতাম।
উত্তরমুছুনNice post
উত্তরমুছুনalso visit my website
01998813268
উত্তরমুছুনভাই ব্লগার এ এডসেন্স পাওয়ার জন্য কি কি সর্ত পুরন করতে হয় এটা নিয়ে একটা ভিডিও বানান প্লিজ🙏
উত্তরমুছুনNice
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন