টি২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচী - T20 World Cup 2022 Schedule Fixtures



স্পেশালি ক্রিকেট প্রেমীদের জন্য আমার আজকের এই আর্টিকেল। টি২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২২ সময়সূচী অনেকেই জানতে চেয়েছেন। কেউ আবার T20 World Cup 2022 Fixtures দেখতে চেয়েছেন। অনেকেই জানতে চেয়েছেন এবারের টি-টোয়েন্টি ২০২২ ক্রিকেট বিশ্বকাপে কয়টি দল অংশগ্রহণ করবে আবার অনেকেই জানতে চেয়েছেন ২০২২ টি২০ ক্রিকেট বিশ্বকাপে কোন কোন দল খেলবে! কেউবা জানতে চেয়েছেন এবার টি২০ বিশ্বকাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে আবার কেউ জানতে চেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ কোন কোন স্টেডিয়ামে খেলা হবে বা কিভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা লাইভ দেখব। সমস্ত বিষয় আজকের এই আর্টিকেল এ আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিব।


গতবছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের জন্য তা আর সম্ভব হয়নি। এবারের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে: একসাথে দুইটা দেশে। সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে। খেলা শুরু হবে ১৭ অক্টোবর থেকে এবং ফাইনাল খেলা হবে ১৪ নভেম্বর ২০২২ তারিখে।


এবারের টি২০ ক্রিকেট বিশ্বকাপ 2022 এ ১৬ টি দল অংশগ্রহণ করবে। এবারের টি ২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার টুয়েলভ(১২) হিসেবে সরাসরি‌ ৮ টি দল খেলার সুযোগ পাবে। সময়সূচি অনুযায়ী প্রথম রাউন্ডে আরও ৮ টি দল রয়েছে। যাদের ভিতরে ৪ টি দল সুপার টুয়েলভ(১২) এ খেলার সুযোগ পাবে। এবারের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট ৪৫ টা ম্যাচ অনুষ্ঠিত হবে।


২০২২ টি২০ ক্রিকেট বিশ্বকাপ কোন কোন দল খেলবেঃ

চলুন জেনে আসি এবারে টি ২০ ক্রিকেট বিশ্বকাপে কোন কোন দল খেলবে।


এবারের ২০২২ টি২০ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে যে ৮ টি দলঃ 

এই ৮ টি দল পয়েন্ট টেবিলে সবার শীর্ষে থাকার কারণে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে।

  • ইংল্যান্ড
  • অস্ট্রেলিয়া
  • ওয়েস্ট ইন্ডিজ
  • সাউথ আফ্রিকা
  • ভারত
  • আফগানিস্তান
  • পাকিস্তান
  • নিউজিল্যান্ড


এবারের ২০২২ টি২০ ক্রিকেট বিশ্বকাপে যে ৮ টি দল রাউন্ড ১ এ খেলবেঃ 

এই ৮ টি দলের ভিতরে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ৪ টি দল সুপার টুয়েলভ(১২) এ খেলার সুযোগ পাবে।

  • বাংলাদেশ
  • স্কটল্যান্ড
  • পাপুয়া নিউগিনি
  • শ্রীলংকা
  • ওমান
  • আয়ারল্যান্ড
  • নামিবিয়া
  • নেদারল্যান্ড


২০২২ টি২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবেঃ

এবারের ২০২২ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২ টি দেশে। 

(১)সংযুক্ত আরব আমিরাত। এবারের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের ৩ টি শহরে: আবু ধাবি, দুবাই ও শারজা স্টেডিয়ামে।

(২) ওমান। এবারের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওমানের রাজধানী: মাসকাট স্টেডিয়ামে।


২০২২ টি২০ ক্রিকেট বিশ্বকাপ যে স্টেডিয়ামে খেলা হবেঃ

১. আবু ধাবি স্টেডিয়াম।

২. শারজা স্টেডিয়াম।

৩. দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।

৪. ওমান ক্রিকেট একাডেমী গ্রাউন্ড: মাস্কাট।

উপরের এই চারটে স্টেডিয়ামে এবারের টি২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২১ এর সমস্ত খেলা অনুষ্ঠিত হবে।


টি‌২০ ক্রিকেট ‌বিশ্বকাপ ২০২২ সময়সূচীঃ

এবারে টি২০ ক্রিকেট বিশ্বকাপের সমস্ত ম্যাচগুলো নির্দিষ্ট দুইটা সময় খেলা হবে। বাংলাদেশ সময় অনুযায়ী (বিকাল ৪ টা এবং রাত ৮ টা) নিচের সময়সূচী ফিক্সচার এর ছবি দিয়ে দিছি। সমস্ত খেলাগুলোর লিস্ট এখানে রয়েছে এখানে বাংলাদেশের সময় ও দেওয়া রয়েছে। 

16 BDT= বাংলাদেশ সময় বিকাল ৪ টা।

20 BDT= বাংলাদেশ সময় রাত ৮ টা।



আশা করি আজকের এই আর্টিকেল আমি আপনাদেরকে দেখাতে পেরেছি; টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সময়সূচী এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে আর টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ কয়টি দল অংশগ্রহণ করবে বা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ কিভাবে লাইভ দেখবেন। শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন! ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন