টেলিটক নাম্বার চেক ২০২১ - Teletalk Number Check 2021



টেলিটক নাম্বার চেক ২০২১ সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন তাদেরকে আজকে আমি দেখাবো টেলিটক সিমের নাম্বার চেক করবেন যেভাবে বা টেলিটক সিমের নাম্বার দেখার উপায়। অনেকে বলছেন যে ভাইয়া টেলিটক সিমে কিভাবে নাম্বার চেক করব এটা নিয়ে একটা আর্টিকেল লিখেন, তাদের জন্য আসলে আজকের আমার এই আর্টিকেল লেখা! টেলিটক সিমের নাম্বার চেক করা যেহেতু একটু জটিল, সেক্ষেত্রে আমি ৫ টা উপায় আপনাদের সাথে শেয়ার করবো এই পাঁচটা উপায়ের কোন না কোন উপায়ে আপনি অবশ্যই আপনার টেলিটক সিমের নাম্বার চেক করতে পারবেন। 


টেলিটক নাম্বার চেক ২০২১ঃ

টেলিটক সিমের নাম্বার অনেকগুলো উপায় চেক করা যায় সবগুলো উপায় আমি আপনাদের সাথে শেয়ার করব যেন খুব সহজেই আপনার টেলিটক সিমের নাম্বার চেক করতে পারেন।


টেলিটক নাম্বার চেক ২০২১ (পদ্ধতি-১)

টেলিটক নাম্বার চেক করার জন্য আপনার মোবাইলের ডায়াল প্যাড এ গিয়ে *551# টাইপ করে ডায়াল করে দিলেই, আপনার টেলিটক সিমের নাম্বার দেখতে পাবেন।


টেলিটক নাম্বার চেক ২০২১ (পদ্ধতি-২)

উপরের পদ্ধতিতে যদি টেলিটক সিমের নাম্বার চেক করতে না পারেন তাহলে মেসেজের মাধ্যমে আপনার টেলিটক সিমের নাম্বার চেক করতে পারবেন। মেসেজের মাধ্যমে টেলিটক সিমের নাম্বার চেক করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন এবং টাইপ করবেন tar তারপর পাঠিয়ে দিবেন 222 নাম্বারে। সাথে সাথে মোবাইলে একটা মেসেজ আসবে এবং আপনার টেলিটক সিমের নাম্বার সেখানে লেখা থাকবে।


আরো পড়ুন: টেলিটক সিমে টাকা ধার করার উপায়


টেলিটক নাম্বার চেক ২০২১ (পদ্ধতি-৩)

উপরের দুইটা পদ্ধতি দিয়েও যদি আপনি আপনার টেলিটক সিমের নাম্বার চেক করতে না পারেন তাহলে এই পদ্ধতিতে আপনার টেলিটক সিমের নাম্বার টা চেক করতে পারবেন। এজন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন এবং p টাইপ করে 154 নাম্বারে পাঠিয়ে দিবেন। ফিরতি এসএমএস এ আপনার টেলিটক সিমের নাম্বার দেখতে পারবেন।


টেলিটক নাম্বার চেক ২০২১ (পদ্ধতি-৪)

উপরের তিনটা পদ্ধতি যদি কাজ না করে তখন এই পদ্ধতিতে আপনার টেলিটক সিমের নাম্বার চেক করতে পারবেন। এজন্য আপনার মোবাইল থেকে ম্যাসেজ অপশনে চলে যাবেন এবং টাইপ করবেন W তারপর 321 নাম্বারে মেসেজ পাঠিয়ে দিবেন। পরবর্তী মেসেজে আপনার টেলিটক সিমের নাম্বার দেখতে পাবেন।


টেলিটক নাম্বার চেক ২০২১ (পদ্ধতি-৫)

আশাকরি উপরের চারটা পদ্ধতির ভিতরে কোন একটা পদ্ধতি কাজে লাগিয়ে আপনি টেলিটক সিমের নাম্বার চেক করতে পেরেছেন। তারপরও যদি কোন ভাবে আপনার টেলিটক সিমের নাম্বার চেক করতে না পারেন। তাহলে আপনি এই সর্বশেষ পদ্ধতিটা কাজে লাগাতে পারেন! আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন wholam তারপর মেসেজটা পাঠিয়ে দিন 321 নাম্বারে। মেসেজ করার সাথে সাথেই ফিরতি এসএমএস এ আপনাকে আপনার টেলিটক সিমের নাম্বার টা দিয়ে দিবে।


আরো পড়ুন: টেলিটক সিমে টাকা কাটা সকল সার্ভিস বন্ধ করে দিন


আমি জানি টেলিটক সিমের নাম্বার চেক করা টা একটু জটিল, যার জন্য আপনি আমার আজকের এই আর্টিকেলটি পড়তে এসেছেন। এজন্য আমি অনেক গুরুত্ব সহকারে ৫ টা উপায় আপনাদের সাথে শেয়ার করেছি যেন কোন একটা উপায় মিসিং হলেও পরবর্তী উপায়ে আপনার টেলিটক সিমের নাম্বার টা চেক করতে পারেন। আশা করি এই আর্টিকেলটা পড়ার পরে টেলিটক সিমের নাম্বার চেক করার উপরে আপনার অন্য কোনো আরটিকেল পড়া লাগবে না! খুব সহজে আপনার টেলিটক সিমের নাম্বার চেক করে নিতে পারবেন। আপনার জন্য শুভ কামনা! ধন্যবাদ।

1 মন্তব্যসমূহ

  1. Slots at Craven Casino: Play for Free or for Real Money
    Join the best 1xbet korean Craven Casino - online choegocasino casino site providing the latest slots, table games, keno and live casino septcasino games for real money.

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment

নবীনতর পূর্বতন