সকল সিম বন্ধ করার উপায়ঃ
বাংলাদেশের যতগুলো সিম রয়েছে সকল সিম বন্ধ করার একই নিয়ম। সিম বন্ধ করার দুইটা উপায় রয়েছে (১) সাময়িকভাবে। (২)স্থায়ীভাবে।
সাময়িকভাবে সকল সিম বন্ধ করার নিয়মঃ
সাময়িকভাবে সিম বন্ধ বলতে বুঝাতে চাইছি ধরুন আপনার একটা সিম হারিয়ে গেছে আপনি চাচ্ছেন এই সিম টা কিছু সময়ের জন্য বন্ধ করে দিতে এবং পুনরায় আপনি আবার সিম টা যেকোন সময় যেন তুলতে পারেন। সাময়িকভাবে সিম বন্ধ করার জন্য আপনাকে সেই সিমের হেল্পলাইন নাম্বার 121 এ কল করতে হবে। কল করে আপনাকে বলতে হবে যে আমার এই (০১*********) নাম্বারের সিমটা হারিয়ে গেছে আমি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিতে চাচ্ছি। তখন সিম বন্ধ করতে আপনার কিছু ডকুমেন্ট চাইবে! যেমন: আপনার সিমটা যে ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সেই ভোটার আইডি কার্ডের নাম্বার জানতে চাইবে এবং ওই ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ এবং পিতার নাম বা মাতার নাম জানতে চাইতে পারে। এই ডকুমেন্টগুলো দেওয়ার পরে আপনার সিম টা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিবে এবং পরবর্তীতে যেকোনো সময় আপনি সিম টা কে পুনরায় আবার তুলতে পারবেন।
স্থায়ীভাবে সকল সিম বন্ধ করার নিয়মঃ
স্থায়ীভাবে বাংলাদেশের সকল সিম বন্ধ করার নিয়ম একই! স্থায়ীভাবে সিম বন্ধ করার জন্য সেই সিমের হেল্পলাইন নাম্বার 121 নাম্বারে কল করে সিম বন্ধ করতে পারবেন না। স্থায়ীভাবে যেকোনো সিম বন্ধ করতে চাইলে সেই সিমের কাস্টমার কেয়ার এর বিভাগীয় অফিসে চলে যেতে হবে। যাওয়ার পরে যার ভোটার আইডি কার্ড তাকে অবশ্যই সাথে যেতে হবে যাওয়ার পরে বলতে হবে যে আমার এই সিমটা আমি স্থায়ীভাবে বন্ধ করে দিতে চাচ্ছি তারপর আপনার ভোটার আইডি কার্ড টা নিব এবং আপনার হাতের ফিঙ্গার প্রিন্ট নিয়ে আপনার সিম টা কে স্থায়ীভাবে বন্ধ করে দিবে (মনে রাখবেন স্থায়ীভাবে যদি সিম বন্ধ করে দেন তাহলে সেই সিমটা পুনরায় কোনদিন আর তুলতে পারবেন না)
অনেকেই বলেন যে একদিনে সর্বোচ্চ কয়টা সিম বন্ধ করতে পারবো তাদেরকে বলবো একদিন অর্থাৎ 24 ঘন্টায় একটা সিম বন্ধ করতে পারবেন। বাংলাদেশের সকল সিমের ক্ষেত্রেই একই নিয়ম।
Hard Rock Casino and Resort Maryland | Dr. Maryland
উত্তরমুছুনGet ready for a night out in the entertainment of Hard Rock Casino and 진주 출장샵 Resort in Hanover. At 안성 출장샵 Hard Rock Casino and Resort you'll 김해 출장안마 be 전주 출장샵 in the entertainment 세종특별자치 출장마사지
একটি মন্তব্য পোস্ট করুন